গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের টিসিবির ভোজ্য তেল কালোবাজারে বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ( ২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, বেগমগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , দীর্ঘদিন সরকারি টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিলেন চৌমুহনী বাজারের আনোয়ার ট্রেডার্স ও আমজাদ ট্রেডার্স। পরে আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৩৪ লিটার ভোজ্য তেল জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি না করে, কালোবাজরে বিক্রির অপরাধে আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার ও আমজাদ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করে।