নোয়াখালী কোম্পানীগঞ্জের বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান নির্মাণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের উসমান আলী ঘাট মাঝির বাড়ি প্রকাশ ভাতাগো বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে প্রবাসী আবুল হোসেন বাদি হয়ে বসত বাড়ির সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মৃত সফি উল্যাহর ছেলে ছানাউল্যাহ বাহার ও জাফরের বিরুদ্ধে নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় আদালতে দুটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাগুলো হচ্ছে, পিটিশন নং-৮৯২/২০১৯ইং ও ৯০৬/২০১৯ইং। বিজ্ঞ আদালত মামলা দুটি গ্রহণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া একই অভিযোগে নোয়াখালী সদর সহকারি জজ আদালতে ১৯৫/২০১৯নং দেওয়ানী মামলাও চলমান রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা থেকে নোটিশের কপি।
এদিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আদালতের নির্দেশ মোতাবেক পিটিশন নং- ৮৯২/১৯ এএসআই মোঃ আব্দুল জাহের ও পিটিশন নং- ৯০৬/১৯ এসআই মোঃ নিজাম উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ দুই অফিসার আসামিদেরকে লিখিত নোটিশের মাধ্যমে সতর্ক করলেও তারা আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে দালান নির্মাণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।