বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসব মুখর পরিবেশে সম্মেলন শেষে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) উপজেলার সকল নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে উপজেলা যুবলীগের সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে আজম পাশা চৌধুরী রুমেল ও সাধারণ সম্পাদক পদে প্রভাষক গোলাম ছারওয়ারকে।
বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি পদে লুৎফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক পদে সামছুদ্দিন নোমানকে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে এডভোকেট শাহিদুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম চৌধুরী শাহীনকে ।
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে শাহাজ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক পদে সাইফুল হাসান রনিকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দ্বিতীয়বার দায়িত্ব দেয়া হয়েছে নিজাম উদ্দিন মুন্নাকে এবং সাধারণ সম্পাদক পদে শাহ ফরহাদ লিংকনকে।
সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে উভয়কে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেয়া হয়েছে নুর-এ-মাওলা রাজু ও মোবারক হোসেন রিয়াদকে।
বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদে আবদুল আউয়াল মানিক এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়কে দায়িত্ব দেয়া হয়েছে।