
কর্মী: আসসালামু আলাইকুম লিডার।
মান্না: ওলাইকুম সালাম।
কর্মী: ফোন দিলাম যে আমরা তো উত্তরার দিকে আছি, সারাদেশ তো সেরকম উত্তাল, রাজনীতি কোন দিকে যাচ্ছে, আমরা আসবো কিনা তাই।
মান্না: রাজনীতি মানে, আমরা তো বসছি, আমরা এখনো ঠিক করি নাই।
কর্মী: ছাত্রলীগ তো প্রচুর মারধর করতাছে।
মান্না: আন্দোলন মিরপুরে চালু রাখবে, তোমরাও চালু রাখো, ছেলেদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হয়েছে না?
কর্মী: সম্পর্ক মানে আমরা কালকেও ছিলাম। একটা সমস্যা হচ্ছে, সিনিয়র যারা আন্দোলনে যাচ্ছে, তাদেরকে ফলো করতাছে।
মান্না: তুমি যোগাযোগ রাখো, বাসায় যাও, ওটা করতে হবে।
কর্মী: আমি উত্তরার দিকে আছি, এয়ারপোর্টে যাইনি, এয়ারপোর্টে একটা ছেলে ঠিক করেছি, তার মোবাইলে পঞ্চাশ টাকা দিয়েছি, আমরা আমাদের মতো করে যাচ্ছি, ঠিক আছে লিডার।
মান্না: আমরা কিন্তু পরশু সকালে প্রোগ্রামটা করবো। খেয়াল রাইখো।